ঈমান কাকে বলে? ঈমান মানে কি?

ঈমান কাকে বলে? ঈমান মানে কি?


 দ্বীনের দ্বিতীয় স্তর- ঈমান।...

ঈমান মানে কি? ঈমান কাকে বলে?

উত্তর: ঈমান মানে বিশ্বাস করা। ঈমান কাকে বলে

ইসলামী পরিভাষায়- ‘মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস এবং আমলে পরিনত করাকে ঈমান বলা হয়। এটি হল দ্বীনের দ্বিতীয় স্তর। ঈমান কাকে বলে

  ঈমানের ‘স্তরে’ যারা উন্নিত তারা সকলেই কি সমান? ঈমান কাকে বলে

উত্তর: না, তারা সকলে সমান নয়। কারণ, নেক আমল দ্বারা ঈমানের মাত্রা বৃদ্ধি পায়, আর পাপকাজ করলে ঈমানের মাত্রা হ্রাস পায়। বিস্তারিত দেখুন: সূরা আনফাল:২, তাওবা: ১২৪, আহযাব:২২, ফাতাহ:৪, মুদ্দাস্সির:৩১, ইত্যাদি।

ঈমানের ভিত্তি কয়টি ও কি কি?      

উত্তর: ঈমানের ভিত্তি ৬টি। যথা:  ঈমান কাকে বলে

১- আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমান কাকে বলে

২- ফেরেশতাদের প্রতি ঈমান আনা,  ঈমান কাকে বলে

৩- আসমানী কিতাব সমূহের প্রতি ঈমান আনা,                                                 

 ৪- নবী-রাসূলগণের প্রতি ঈমান আনা, 

৫- পরকালের প্রতি ঈমান আনা এবং  ঈমান কাকে বলে

৬- ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা।

    এই ভিত্তি সমূহের পক্ষে দলীল কি?        

উত্তর: দলীল নিম্নরূপ: মহান আল্লাহ এরশাদ করেন: iman kake bole

 لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ  

অর্থ: পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করাটাই শুধু পূণ্যের কাজ নয়। বরং পূণ্যের কাজ তো হল: আল্লাহ, আখেরাত, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের উপর ঈমান আনা। 

(সূরা বাক্বারা:১৭৭)                                                                         ঈমান কাকে বলে

অন্যত্র মহান আল্লাহ বলেন:

 إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ 

অর্থ: আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি।(সূরা ক্বামার:৪৯) যে বস্তুকে যে পরিমান দিয়ে সৃষ্টি করা হয়েছে, উহাই ঐ বস্তুর ভাগ্য।

0 Comments: